রাঙ্গামাটির লংগদুতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২ সদস্যকে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে সড়ক ও নৌপথে আজ সোমবার (২০ মে) ভোর ৬টা থেকে জেলায় পালিত হচ্ছে অর্ধদিবস অবরোধ।
জানা যায়, লংগদুতে জেএসএসের সশস্ত্র বাহিনী কর্তৃক ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইউপিডিএফ কর্মী-সমর্থকরা ভোর থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
সকাল থেকে অবরোধের কারণে রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন ও নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
তবে শহরের পৌরসভা এলাকায় অভ্যন্তরীন সড়ক ও নৌপথ চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
গত শনিবার লংগদুর বড় মনপাড়া এলাকায় জেএসএস এর ৭ জনের একটি দল সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) ঘটনাস্থলে নিহত হন।









