জয়পুরহাটের আক্কেলপুরে একটি কলাবাগান থেকে শুকনো পাতার আগুনে জ্বলন্ত অবস্থায় অর্ধপোড়া একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী নামক স্থানের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে ওই কলাবাগানের চাষী বিকাশ কলাবাগানের পাশে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বাগানের ভেতরে আগুন দেখতে পান। এ সময় ভয় পেয়ে তিনি পাশের গ্রামে গিয়ে বিষয়টি জানান। সেখান থেকে লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। পরে আগুনের স্তূপে অর্ধপোড়া একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহটি উদ্ধার করে।
মরদেহটির পরনে ধূসর রঙের প্যান্ট এবং লাল রঙের গেঞ্জি ছিল।
স্থানীয় গ্রামবাসী আসাদুজ্জামান বলেন, “কলাবাগানে আগুনে মানুষ পুড়ছে—এমন খবর বাগানের চাষি বিকাশ আমাদের দেন। আমরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলি। পরে সেখানে অর্ধপোড়া মরদেহ দেখতে পাই। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোনো স্থানে হত্যা করে বস্তাবন্দি করে কলাবাগানের নির্জন স্থানে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে।”
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।”









