ইংলিশদের সাবেক ফুটবলার জিমি ক্যারেগার বলছেন, নরওয়ে তারকা আর্লিং হালান্ড ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা গোলস্কোরার। প্রিমিয়ার লিগ কিংবদন্তি অ্যালান শিয়েরার, হ্যারি কেন ও ইয়ান রাশের চেয়েও ম্যানসিটির হালান্ডকে উপরে রাখছেন তিনি।
২৫ বর্ষী হালান্ড চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি জার্সিতে ৭ ম্যাচে জাল ছুঁয়েছেন ৯ বার। সিটির হয়ে নাম লেখানোর পর থেকে ১৫৫ ম্যাচ খেলে ১৩৬ গোল করেছেন। ২০২২-২৩ মৌসুমে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। প্রিমিয়ার লিগের টপস্কোরার হয়েছেন টানা দুই মৌসুমে।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে রোববার রাতে হালান্ডের একমাত্র গোলে সিটির জয়ের পর জিমি বলেছেন, ‘ভাবছি, মাঠে আমরা দেখছি ইংলিশ ফুটবলে খেলা সেরা ফুটবলারের খেলাটি। সত্যি বলতে ভুলেই গেছি জিমি গ্রিভস, ডেক্সি ডেন ও যারা প্রিমিয়ার লিগে খেলেছে তাদের। আমার কাছে সেরা সেন্টার ফরোয়ার্ড ও সেরা গোলস্কোরার বিষয়টি আলাদা।’
‘মনে করছি আমরা যা দেখছি মাঠের খেলায় এমন আগে কখনো দেখিনি। যা ভুলবার নয়। সিটিতে আগে সার্জিও আগুয়েরোর খেলা দেখেছি। তবে তা হালান্ডের ব্যাপারে আলাদা।’
প্রিমিয়ার লিগে হালান্ড ২০২২-২৩ প্রথম মৌসুমে ৩৫ ম্যাচ খেলে করেছিলেন ৩৬ গোল। পরের মৌসুমে ৩১ ম্যাচে ২৭ গোল। গত মৌসুমে সিটি জার্সিতে করেন ৩১ ম্যাচে ২২ গোল।









