দারুণ এক মৌসুম কাটিয়ে সেরা হলেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। পিএসজি তারকা পেলেন আফ্রিকার বর্ষসেরার পুরস্কার। রেকর্ড গড়ে ৫২ বছর পর অঞ্চলটি থেকে প্রথম ডিফেন্ডার হিসেবে পুরস্কার হাতে নিয়েছেন তিনি।
মরক্কোর রাজধানী রাবাতে বুধবার রাতে অনুষ্ঠিত কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) থেকে পুরস্কার গ্রহণ করেন হাকিমি। ভোটে নির্বাচিত হয়ে তিনি পেছনে ফেলেছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ এবং নাইজেরিয়ার ফরোয়ার্ড ভিক্টর ওসিমিয়েনকে।
হাকিমির আগে সবশেষ ১৯৭৩ সালে জাইরের (বর্তমান কঙ্গো) ডিফেন্ডার বুয়াঙ্গা চিমেন পুরস্কারটি জিতেছিলেন। দ্বিতীয় মরোক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হলেন হাকিমি। তার আগে ১৯৯৮ সালে মুস্তাফা হাজি বর্ষসেরা হয়েছিলেন।
পুরস্কার হাতে হাকিমি বলেছেন, ‘এটি শুধু আমার একার নয়। এটা আফ্রিকার সব সাহসী নারী-পুরুষের, যারা ফুটবলার হওয়ার স্বপ্ন রাখে। শৈশব থেকে যাদের বিশ্বাস একদিন আমি পেশাদার ফুটবলার হবো, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
হাকিমির ক্লাব পিএসজি গতমৌসুমে প্রথমবার ‘ট্রেবল’ জিতেছে। ২৭ বর্ষী তারকা রাইট-ব্যাক ৪৮ ম্যাচে ৯ গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে ১২টি গোল করিয়েছেন।









