২০২৩ সাল জুড়ে শাহরুখ ব্যস্ত ছিলেন ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ নিয়ে। আপতত শুটিং ফ্লোর থেকে দূরেই রয়েছেন অভিনেতা। তবে জানালেন, কবে নাগাদ তিনি ফিরবেন শুটিং ফ্লোরে।
শুক্রবার আইপিএলের আনুষ্ঠানিক ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ কথা বলেছেন তার পরিকল্পনা নিয়ে। জানিয়েছেন ২০২৩ সালে তিনটি ছবির কাজ করে ক্লান্ত তিনি, নিচ্ছেন বিশ্রাম।
অভিনেতা বলেন, ‘আমার মনে হচ্ছিল আমার বিশ্রাম দরকার। তিনটি ফিল্ম করেছি, শারীরিক শ্রমও গেছে। তাই আমি বলেছি, কিছুদিন বিরতি নেব। পুরো কেকেআর টিমকে বলেছি, ম্যাচে আসবো। সৌভাগ্যবশত আমার শুটিং আগস্টে, অথবা জুলাইতে…আমরা জুনে পরিকল্পনা করেছিলাম, তো জুন থেকেই কাজ শুরু হয়ে যাবে। তাই ম্যাচে আসার জন্য আমি পুরো ফ্রি, খুশি হয়ে আসি।’
শাহরুখের হাতে আছে অ্যাকশন থ্রিলার ছবি ‘কিং’। সুজয় ঘোষ এই ছবিটির মূল চরিত্রে থাকছেন সুহানা খান। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি ডনের ভূমিকায় থাকবেন শাহরুখ। ছবিটি প্রযোজনা করবেন গৌরী খান এবং সিদ্ধার্থ আনন্দ।
সূত্র: হিন্দুস্তান টাইমস









