দেশে নির্বাচিত সরকার থাকলে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মত দুর্ঘটনা কমে আসতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। পুরনো বিমান দিয়ে বৈমানিকদের প্রশিক্ষণ দেয়া বন্ধ করার দাবি জানান তিনি।
সোমবার ৩ আগস্ট বিমান বিধ্বস্তে নিহত সারিয়া আকতারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয় সারিয়া আকতার। তিনি তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং কুশলাদী বিনিময় করে।









