জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলা ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানার দায়ের করা একটি মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগ তদন্ত করবে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় গতকাল রাতে পল্টন থানায় একটি মামলা (নম্বর-১৯) হয়। মামলাটি আজ ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। মামলায় ফয়সাল মাসুদকে আসামি করা হয়েছে।
তবে যে মোটরসাইকেল থেকে এই হত্যাচেষ্টা হয়, সেই মোটরসাইকেলের চালক আলমগীরকে গোয়েন্দা পুলিশ শনাক্তের দাবি করলেও আসামি করা হয়নি।
ইতোমধ্যে ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া গুলি করার সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও র্যাব গ্রেপ্তার করে।
এই চারজন ছাড়াও মানবপাচারের অভিযেগে গোয়েন্দা পুলিশ শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকেও দুজনকে গ্রেপ্তার করার কথা জানায়।
এরই মধ্যে ফয়সাল ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’র সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাদির সার্বিক অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ জানিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বলেছিল, রোগীকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড ‘সর্বাত্মক সহযোগিতার’ জন্য প্রস্তুত রয়েছে।
এর মধ্যে রোববার তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।









