সম্প্রতি শেষ হয়েছে ড্রামা সিরিজ “হাবুডুবু’র শুটিং। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সজিব চিশতি।
গল্পটি আবর্তিত হয়েছে সাম্প্রতিক ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলন পরবর্তী সময়ে মানুষের জীবনযাত্রা, অভাব, সম্পর্কের টানা পোড়েন, ভয়, হতাশা, প্রেম, ভালোবাসা ও নতুন স্বপ্ন যাত্রাকে উপজীব্য করে।
অভিনেত্রী মুনিরা মিঠু বলেন, সজিব সব সময়ই ভালো লেখে আলাদাভাবে কিছু দেখাতে চান ‘হাবুডুবু’ গল্পটিও সুন্দর একটি গল্প। সব শ্রেণীর মানুষের ভালো লাগবে গল্পটি। সিরিজটির চিত্রগ্রহণ করেছেন সোহাগ শরীফ। সহকারী পরিচালক হিসেবে ছিলেন খলিলুর রহমান কচি।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন -মুনিরা মিঠু, হারুন রশীদ বান্টি, রিয়াজুল রিজু, আলিফ চৌধুরী, জাহিদ আশিক, রিমু রোজা খন্দকার, তনামি হক, সুমাইয়া অর্পা, ইমরান হাসো, তমা ইসলাম, সৈকত মাহমদু, রুদ্র মাহমুদ, রিয়াদ গাজী, আদনান হাবীব সুজন সহ আরও অনেকে।
বাপজানের বায়স্কোপখ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু সিরিজটিতে রাসেল চরিত্রে অভিনয় করেছেন। তার এ চরিত্রটি ভবঘুরে বেকার যুবকের চরিত্র।
রিজু বলেন, সজিবের গল্পটি আসলে হিরো। প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। গল্পটি শোনেই ভালো লেগে যায়। দর্শক ভালো কিছু পাবে আশা করছি।
নির্মাতা সজিব বলেন, আন্দোলনের পর সবার কাজই প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো এর মধ্যে বড় একটি প্রজেক্ট, পছন্দের একটি গল্পের কাজ শেষ করলাম। ফিঙে ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে আহবান জানিয়েছেন ফিঙে এর প্রযোজক।









