অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। স্বাগতিক বাংলাদেশের মাঠে খেলা না হলেও সেখানে অনেক বাঙালি আছে এবং মাঠে মেয়েদের সমর্থন জোগাতে তাদের আসতে বলছেন বাংলাদেশ ক্রিকেটে মেয়েদের বিভাগের প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
প্রবাসীদের মাঠে আসা নিয়ে তিনি বললেন, ‘আমার মনে হয় না এটা বলার খুব একটা দরকার আছে। কিন্তু আমরা প্রথমেই বলেছি, আমাদের প্রবাসীরা সবসময়ই আমাদের সমর্থন করেন। আমরা যখনই বাংলাদেশের বাইরে খেলতে যাই, যখন ক্রিকেট খেলেছি, তখনও দেখেছি, যখন খেলা দেখতে গিয়েছি, তখনও দেখেছি, অনেক প্রবাসী মাঠে আসেন আমাদের সমর্থন করেন।’
‘এটা আমাদের অনেক বড় একটি শক্তির জায়গা। আরব আমিরাতে যারা আছেন, আশা করব আপনারা সবাই মাঠে আসবেন। আপনাদের সমর্থনটা আমাদের মেয়েদের অবশ্যই অনেকবেশি সাহায্য করবে।’
আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।









