জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ ফ্যাশন ব্র্যান্ড ‘মাইক্লো’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এ উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিব ওয়াহিদ। আরও ছিলেন ফ্যাশন ব্র্যান্ডটির পরিচালক এএইচএম আরিফুল কবির, হেড অব মার্কেটিং ইয়াসির সাবাবসহ, প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
হাবিব ওয়াহিদ বলেন, ‘মাইক্লো যখন আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রস্তাব দেয়, তখনই আমার মনে হয়েছে এটি আমার ব্যক্তিত্ব ও স্টাইলের সঙ্গে দারুণভাবে মানানসই। আশা করি আমার ভক্তরাও এই অংশীদারিত্ব উপভোগ করবেন।
ফ্যাশন ব্র্যান্ডটির পরিচালক এএইচএম আরিফুল কবির বলেন, হাবিব ওয়াহিদের সৃজনশীলতা, ব্যক্তিত্ব এবং তরুণদের সঙ্গে তার সংযোগ আমাদের ব্র্যান্ড দর্শনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে ফ্যাশন ব্র্যান্ড কর্তৃপক্ষ জানায়, হাবিব ওয়াহিদের সঙ্গে এই সহযোগিতা ব্র্যান্ডে নতুন উদ্দীপনা ও সৃজনশীলতা যোগ করবে।









