দেশীয় সংগীতের বরপুত্র বলা হাবিব ওয়াহিদকে। লোকগীতির ফিউশনের সঙ্গে শহুরে বিটের সমন্বয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অডিও গানের বাজার যখন অনেকটা ঝুঁকছিল তখনই হাবিবের নতুন ধাঁচের গান চাঙা করে দিয়েছিল মিউজিক ইন্ডাস্ট্রি!
তারুণ্যের প্রিয় এ গায়কের জন্মদিন বুধবার (১৫ অক্টোবর)। তবে এবারের জন্মদিনে হাবিবের বিশেষ আয়োজন নেই। তিনি জানালেন, বরাবরই জন্মদিনে তার কোনো আয়োজন থাকে না। তিনি বাসায় থাকছেন। পরিবারের সঙ্গে দিনটি বিশেষভাবে কাটাচ্ছেন।
জন্মদিনে নিজের অনুভূতি জানিয়ে হাবিব বলেন, প্রতিনিয়ত এতো মানুষের ভালোবাসা পাই যেটা দেখলে নিজেকে অতিভাগ্যবান মনে হয়।
হাবিবের কাছ থেকে গত দেড় দশকে অসংখ্য জনপ্রিয় গান পাওয়া গেছে। তার অনুসারী হয়েছেন আরফিন রুমি, ন্যানসি, ইমরানরা। সর্বশেষ ‘তুফান’ ছবির ফেঁসে যাই গানে প্লে-ব্যাক করেছিলেন হাবিব। গানটিতে সুপারস্টার শাকিব খান ও নাবিলার কেমিস্ট্রি নজর কাড়ে দর্শকদের।
নতুন গানের খবর জানিয়ে হাবিব জানান, ‘বেনি খুলে’ গানের সাফল্যের পর মুজার সঙ্গে তার আরও একটি নতুন গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। গানটি ইতবাচক বার্তা থাকবে। জন্মদিনের হাবিব তার নিজের ইচ্ছের কথা জানিয়ে বলেন, দেশের ভেতরে হয়তো আমার অনেক প্রাপ্তি রয়েছে। এখন আমি আন্তর্জাতিক পর্যায়ে কোনো প্রাপ্তির মাধ্যমে দেশের সুনাম বয়ে আনতে চাই। যদি পারি, সেটা হবে আরও বড় প্রাপ্তি।








