চলতি মৌসুম ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটির। এরমধ্যেই বড় ধাক্কার খবর। দলের আন্যতম সেরা তারকা আর্লিং হালান্ড পড়েছেন চোটে। মৌসুমের শেষদিকে গুরুত্বপূর্ণ সময়ে তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। যদিও ক্লাবটির আশা, শেষদিকে কিছু ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।
এফএ কাপে রোববার বোর্নমাউথের বিপক্ষে নেমে গোড়ালিতে চোট পান হালান্ড। ২৪ বর্ষী নরওয়েজিয়ান ফরোয়ার্ড ম্যাচের ৬১ মিনিটে বদলি হন, এরআগে দলের সমতা ফেরানো গোলটি করেন। শেষপর্যন্ত ২-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট পায় সিটি।
ম্যাচের পর ক্রাচে ভর দিয়ে মাঠ ছেড়ে যান হালান্ড, খারাপ কিছুর শঙ্কা ছড়িয়ে পড়ে তখনই। পরীক্ষা করানোর পর ম্যানসিটির বিবৃতিতে নিশ্চিত হয় আরও।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সকালে ম্যানচেস্টারে আর্লিংয়ের প্রাথমিক পরীক্ষা করানো হয়েছে এবং এখন তাকে বিশেষজ্ঞ দেখানো হবে, চোটের সম্পূর্ণ মাত্রা পুরোপুরি নিশ্চিত হতে। তার অবস্থা ভালোভাবে বুঝতে মূল্যায়ন চলছে এখনও। আপাতত আশা করা হচ্ছে, মৌসুমের বাকিটায় আর্লিং ফিট হয়ে খেলতে পারবেন, এই গ্রীষ্মের ফিফা ক্লাব বিশ্বকাপসহ।’
চলতি মৌসুমে ধুঁকতে থাকা সিটির জন্য বড় এক ধাক্কা এসময়ে হালান্ডকে হারানো। সেরারূপে না থাকলেও লিগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে তার গোল ৪০ ম্যাচে ৩০টি।
লিগ শিরোপা ধরে রাখার লড়াই থেকে আগেই ছিটকে গেছে পেপ গার্দিওয়ার দল। তাদের মূল লক্ষ্য পয়েন্ট তালিকায় শীর্ষ চারে থেকে পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা। লিগের ৯ ম্যাচ বাকি থাকতে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে সিটিজেনরা।









