মৌসুমের মাঝ থেকে দুর্দশা চলছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। এরমাঝে সবশেষ লিগ ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে পারেননি গোলমেশিন আর্লিং হালান্ড। ম্যাচ হেরেছে সিটিজেনরা। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পরের ম্যাচে নরওয়ে তারকার নামা নিয়েও শঙ্কা জেগেছে।
প্রিমিয়ার লিগে রাত দেড়টায় টটেনহ্যামের বিপক্ষে নামবে সিটিজেনরা। তার আগে কোচ পেপ গার্দিওলা বলছেন, ‘হালান্ডের কী অবস্থা রাতে অনুশীলনের পর জানতে পারব। আশা করছি সে মাঠে নামতে পারবে, কিন্তু আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না এখনও। সে আগের থেকে আরও ভালো বোধ করছে।’
সিনিজেনদের দুর্দশা চললেও ভালো ফর্মে ছিলেন ২৪ বর্ষী হালান্ড। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল করেছেন। ওই ম্যাচে হাঁটুতে চোট পাওয়া ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগেও নামতে পারেননি।
ম্যানসিটি বর্তমানে টেবিলের পাঁচে আছে। গতরাতে সাউদাম্পটনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে সিটিকে টপকে চারে উঠেছে চেলসি। অবশ্য সিটিজেনদের থেকে এক ম্যাচ বেশি খেলেছে মারেসকার শিষ্যরা। ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুর।









