Advertisements
প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে জিমন্যাস্টিকসে ছেলেদের দলীয় প্রতিযোগিতায় সোনা জিতেছে জাপান। তাতেই পদক তালিকায় শীর্ষস্থান দখলে নিয়েছে দেশটি। আসরে জাপানের ষষ্ঠ স্বর্ণপদক এটি, সবমিলিয়ে ১২তম।
তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চীনকে পেছনে চ্যাম্পিয়ন হয়েছে জাপান। স্বর্ণ জয়ের পথে ২৫৯.৫৯৪ পয়েন্ট অর্জন করে তারা।
রৌপ্যপদক জয়ী চীনের পয়েন্ট ২৫৯.০৬২। ২৫৭.৭৯৩ পয়েন্ট নিয়ে ব্র্রোঞ্জ পেয়েছে যুক্তরাষ্ট্র।









