এক মৌসুম আগে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জিতিয়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্ডোয়ান। একবছর পর ফ্রি-ট্রান্সফারে আবারও ইতিহাদে ফিরলেন ৩৩ বর্ষী তারকা। ম্যানসিটি একবছরের চুক্তিতে তাকে ফেরানোর বিষয়টি জানিয়েছে।
পুরাতন ক্লাবে ফেরার প্রতিক্রিয়ায় গুন্ডোয়ান বলেছেন, ‘আমি প্রচণ্ড পরিমাণে খুশি, খুশি আমার সতীর্থ, স্টাফদের দেখে, যাদের সাথে অসাধারণ সাতটি বছর কাটিয়ে গেছি।’
‘বেশকিছু উত্থান এবং কিছু পতনের মধ্য দিয়ে অভিজ্ঞতা বেশ ভালো। যখন এ জায়গা ছেড়ে চলে যাবেন, বাইরে একবছর কাটাবেন এবং তারপর সেই জায়গার আরও বেশি প্রশংসা করা শুরু করবেন। বুঝতে পারবেন আপনার কী ছিল, কী অসাধারণ সেই জায়গা এবং কত বড় ক্লাবটি।’
‘মনে করি ফুটবলের দিক থেকে এটি বিশ্বের সেরা ক্লাব, সেখানে ফিরে আসা এবং একবছর পর আবারও সেই পর্যায়ে প্রতিযোগিতা করা অসাধারণ। দারুণ খুশি এবং অসাধারণ কিছু খেলোয়াড়ের সাথে আবারও ড্রেসিংরুম ভাগ করতে পারব এটা চিন্তা করে ভালো লাগছে।’
জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দিয়ে প্রথম দফায় সাত বছর কাটিয়েছেন ইতিহাদে। ৩০০ ম্যাচ খেলেছেন। পাঁচবার লিগ শিরোপা, চারবার লিগ কাপ, দুবার এফএ কাপ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন পেপ গার্দিওলার শিষ্য হয়ে।









