সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি আফগানিস্তান অলরাউন্ডার গুলবাদিন নাইব। শূন্য রানে আউট হলেও বল হাতে জ্বলে উঠেছিলেন, ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। দলটির পরের ম্যাচ টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের বিপক্ষে। অবশ্য টাইগারদের সমীহই করছেন গুলবাদিন।
দুর্দান্ত বল করে ম্যাচসেরার পুরস্কার জয়ের পর বাংলাদেশকে নিয়ে গুলবাদিন বলেছেন, ‘এ মাঠে আমাদের পরবর্তী খেলা বাংলাদেশের বিপক্ষে। আসরের শুরুর দিকে আমরা প্রতিটি ম্যাচে লক্ষ্য রেখে এগোচ্ছিলাম।’
‘প্রতিটি খেলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভালো দল। আমাগীকাল আমরা বিশ্রাম নিতে পারি, তারপর এ বিষয়টি নিয়ে আমরা ভাবব।’
দুই ম্যাচ খেলে এক জয়ে আফগানিস্তানের সেমিফাইনালের আশা এখনও টিকে আছে। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই দলটির হাতে। রশিদ খানের দল বাংলাদেশকে হারাতে পারলেও পরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের নানা সমীকরণের দিকেও তাকিয়ে থাকতে হবে।









