পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করে দেশটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।
আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সেনা কর্মকর্তাদের একটি গ্রুপ টেলিভিশনে বিবৃতিতে নিজেদের পরিচয় দিয়েছে ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অব অর্ডার’ হিসেবে। তারা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া স্থগিত থাকবে।
সেনা অভ্যুত্থানের ঘোষণার সঙ্গে সঙ্গে আকাশ, নৌ ও স্থল সীমান্ত বন্ধ করা হয়েছে। রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট প্যালেস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সদর দফতরের কাছে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।
গিনি বিসাউয়ে চলতি সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এমবালো এবং প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে। ভোটের পর উভয়ই নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা দেন। নির্বাচন কমিশন বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করার কথা ছিল। কিন্তু তার আগেই সেনাবাহিনী ক্ষমতা দখল করে।
প্রেসিডেন্ট এমবালোর প্রেস-টিম জানিয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং বর্তমানে তিনি সেনাবাহিনীর জেনারেল স্টাফ হেডকোয়ার্টারে আছেন। এছাড়া প্রধান বিরোধী দলীয় নেতা ডমিঙ্গোস সিমোয়েস পিরেইরাকেও গ্রেপ্তার করা হয়েছে। সেনা অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান।









