প্যারিস অলিম্পিকে চতুর্থ দিনে তৃতীয় সোনার দেখা পেয়েছে গ্রেট ব্রিটেন। ছেলেদের ট্র্যাপ শুটিংয়ে স্বর্ণ জিতেছেন নাথান হেলস। আসরে সবমিলিয়ে তাদের ১১তম পদক এটি।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হওয়া ইভেন্টে চীনের ইং কি ও গুয়াতেমালার ব্রল কার্দেনেসকে পেছনে ফেলেন ব্রিটেন তারকা। স্বর্ণ জয়ের পথে ৪৮ পয়েন্ট তুলেছেন।
৪৪ পয়েন্ট নিয়ে রৌপ্য জিতেছেন চীনের ইং কি। ৩৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন গুয়াতেমালার ব্রল কার্দেনেস। অলিম্পিকে গুয়াতেমালার প্রথম পদক এটি।









