কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন পেপ গার্দিওলা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ৯টিতে হেরেছে ম্যানচেস্টার সিটি, জিতেছে একটি এবং ড্র করেছে দুটিতে। প্রিমিয়ার লিগে টেবিলের সাতে নেমে গেছে জায়ান্ট ক্লাবটি। এমন পরিস্থিতে পুরনো পরীক্ষিত শিষ্য আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে সিটিতে চাচ্ছেন স্পেনিয়ার্ড কোচ, এমন খবর দিচ্ছে ইউরোপের গণমাধ্যম।
ইতালিয়ান সংবাদমাধ্যম টুট্টোস্পোর্টস এক প্রতিবেদনে এমন লিখেছে। বলেছে, মাস ছয়েকের জন্য মেসিকে সিটিতে ধারে আনতে চান গার্দিওলা। ইতিমধ্যে মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামিকেও প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটির অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের সেটি নিয়ে কোনো বাধা নেই। চুক্তির বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন মেসির হাতে।
অবশ্য বিষয়টি নিয়ে এখনও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা আসেনি। আগেও বেশ কয়েকবার খবর ছিল লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটির মিলিত হওয়া। এবার সব ছাপিয়ে মেসি ম্যানসিটিতে যাবেন কিনা সেটা সময়ই বলবে।
গতবছর জুলাইয়ে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান মেসি। খেলছেন ইন্টার মিয়ামিতে। ক্লাবটিকে দুটি শিরোপাও জিতিয়েছেন, সাপোর্টার্স শিল্ড ও লিগ কাপ শিরোপা। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি আছে মেসির। চুক্তি বাড়ার সম্ভাবনাও সামনে এসেছে।
মেসি ক্যারিয়ারের সোনালী সময়ে বড় অংশটা পার করেছেন গার্দিওলার অধীনে। বার্সেলোনায় গার্দিওলার চার বছর সময়কালে ২১৯ ম্যাচ খেলে ২১১ গোল করেছেন, করিয়েছেন ৯২ গোল। ক্যারিয়ারের টানা চার ব্যালন ডি’অরও জিতেছেন গার্দিওলার অধীনে। সঙ্গে বার্সেলোনার জার্সিতে জিতেছেন তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ছিল একবার মৌসুমে ট্রেবল জয় এবং একটি হেক্সাজয়ী মৌসুমও।









