ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে সাম্প্রতিক ফর্মহীনতায় রেখে চলে যাচ্ছেন না পেপ গার্দিওলা। সিটিকে হতাশ না করে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন কিংবদন্তি কোচ। ২০২৭ সাল পর্যন্ত আর্লিং হালান্ডদের কোচিংয়ের দায়িত্বে থাকবেন ৫৩ বর্ষী স্পেনিয়ার্ড।
চুক্তির মেয়াদ বাড়ানোয় ২০২৬ সালে সিটির দায়িত্ব নেয়ার ১০ বছর পূর্ণ করবেন গার্দিওলা।
চুক্তি নবায়নের প্রতিক্রিয়ায় গার্দিওলা বলেছেন, ‘মৌসুমের শুরু থেকে আমি অনেক ভেবেছি। সত্যি কথা বলতে, ভেবেছিলাম এটাই হয়তো শেষ মৌসুম। কিন্তু সমস্যাটা হচ্ছে, গতমাসে আমার মনে হল এটা চলে যাওয়ার সঠিক সময় নয়। আমি ক্লাবকে হতাশ করতে চাইনি।’
২০১৬ সালে সিটিতে আসেন গার্দিওলা। তার অধীনে ৬ বার প্রিমিয়ার লিগসহ ১৮টি শিরোপ জিতেছে ক্লাবটি। আছে একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ও। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতে ট্রেবলের কীর্তি গড়ে সিটিজেনরা। প্রথম দল হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ডও গড়েছে গার্দিওলার দল।








