কোচ হিসেবে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেয়ার পর দলটির বদলে যাওয়ার গল্প সবার জানা। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন স্পেনিয়ার্ড কোচ। গত মৌসুমে ট্রেবল শিরোপা জয়ের পর এবার লিগ শিরোপা ধরে রেখে নতুন ইতিহাস গড়েছেন গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চার মৌসুমে শিরোপা ধরে রেখেছে সিটিজেন দলটি। ক্লাবটির হয়ে অবিশ্বাস্য, অভাবনীয় সব কীর্তি গড়ে এবার চলে যাওয়ার সময় হয়েছে বলে মনে করেন ৫৩ বর্ষী কোচ।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি। টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের দিনে ইতিহাদেও অপরাজিত মৌসুম কাটিয়েছে সিটি। ৩৮ ম্যাচে তোলা ৯১ পয়েন্টের ৪৭ এসেছে এ মাঠে। ইংল্যান্ডের শীর্ষ লিগে সিটি আগে নিজেদের মাঠে পুরো মৌসুম অপরাজিত ছিল ১৯০৪–০৫, ১৯২০–২১ ও ২০১১–১২ মৌসুমে।
সিটির টানা চতুর্থ লিগ জয়ের মাধ্যমে নতুন কীর্তিতে নাম লিখিয়েছেন গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগে স্যার অ্যালেক্স ফার্গুসনের ১৩ ট্রফির পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি এখন তার। সবমিলিয়ে সিটিতে জিতেছেন ৬টি।
ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘ক্লাবের সঙ্গে কথা বলেছি, এই মুহূর্তে আমার অনুভূতি হচ্ছে থাকতে চাই। পরের মৌসুমেও থাকব, তবে ওই সময়ে নিজেকে নিয়ে ভাবতে চাই। বাস্তবতা হচ্ছে আমি থাকার চেয়ে চলে যাওয়ার কাছাকাছি।’
‘দলটির সঙ্গে এখনও আমার চুক্তি রয়েছে, এখনও এখানেই আছি, কিন্তু মনে হচ্ছে কিছু মুহূর্তের জন্য আমি ক্লান্ত। আর কিছু মুহূর্ত এখন খুব ভালোবাসছি, যেটা হল আমরা ম্যাচটি জিততে পেরেছি। খেলোয়াড়দের সঙ্গে থাকতেই বেশ ভালো লাগছে।’
‘আমার ভাবনায় এসেছে, কেউই পরপর চারটি শিরোপা জেতেনি। আমরা কেন এর জন্য চেষ্টা করব না? এখন মনে করি এটি সম্পন্ন হয়েছে, কিন্তু পরবর্তীতে কী হতে চলেছে, সত্যি বলতে এখনই আমি তা জানি না। কারণ সবকিছু পেয়ে গেলে নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাওয়া কঠিন।’









