বুধবার রাতে পার্ক ডে প্রিন্সেসে ২ গোলে এগিয়ে থেকেও হারের মুখ দেখতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ৪-২ গোলের হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের এক পা দূরে আছে দলটি। অবশ্য দলটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে যাওয়ার শেষ সুযোগ দেখছেন লিগপর্বের শেষ ম্যাচে।
চ্যাম্পিয়ন্স লিগের সাত রাউন্ড শেষে ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থান ২৫এ। শেষ রাউন্ডে ইতিহাদে ক্লাব ব্রাগার বিপক্ষে জিততেই হবে সিটিজেনদের। অন্যকোনো ফলাফলে একমাত্র পথ আসর থেকে বিদায়।
ম্যাচের পর গার্দিওলা সংবাদমাধ্যমে বলেছেন, ‘ক্লাব ব্রাগার বিপক্ষে শেষ ম্যাচে আমাদের আরেকটি সুযোগ আছে। যদি আমরা সেটি না করতে পারি তাহলে আমরা আসলে এ আসরের যোগ্যই না। পরবর্তী লিগ ম্যাচে আমাদের চেলসির বিপক্ষে লড়তে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’
‘আজকে রাতে পিএসজি আমাদের চেয়ে ভালো ছিল। তাদের অভিবাদন, তবে আমাদের ভাগ্য মেনে নিতে হবে। মূল জায়গাগুলোতে তারা আক্রমণাত্মক ছিল। আমাদের এর থেকে বেরিয়ে এসে আরও ভালো করতে হবে।’
গার্দিওলা বলছেন, ‘যখন তাদের কাছে বল ছিল তারা ঠিকঠাক করেছিল, কিন্তু আমরা সমস্যা তৈরি করেছি। ২-০তে এগিয়ে যাওয়ার পর বিশেষ করে ২-১ হওয়ার পর আমরা খেলতে পারিনি। আপনাকে বল নিয়ে খেলতে হবে এবং সেখানে আমরা ব্যর্থ হয়েছি।’
পিএসজির মাঠে ম্যানসিটি শেষ ৩৭ মিনিটে হজম করেছে ৪ গোল। দুদল মিলিয়ে গোল করেছে মোট ৬টি, যার সবকটিই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে জ্যাক গ্রিলিশ আর ৫৩ মিনিটে আর্লিং হালান্ডের গোলে লিড নেয়া ম্যানসিটি এরপর দেখেছে পিএসজির দুর্দান্ত ফিরে আসা।









