পরপর দুবার ইউরোর ফাইনালে উঠেও ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। আসর থেকে ফিরে দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। এখন তার জায়গায় ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা দায়িত্ব নিতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর এমন তথ্য জানাচ্ছে।
মিররের তথ্যমতে, গার্দিওলার জন্য সবচেয়ে ভালো গন্তব্য হতে পারে ইংল্যান্ড দল। সাউথগেটের বিদায়ের পর গার্দিওলাকে প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করতে পারে। থ্রি লায়ন্সরা অন্তবর্তীকালীন কোচ রেখে ২০২৫ সালের গ্রীষ্মে তাকে নিয়োগ করতে পারে।
অবশ্য গার্দিওলার কথাতেও কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। সংবাদ মাধ্যমে তিনি একটি জাতীয় দলের দায়িত্ব নিতে চান বলে মনোভাব প্রকাশ করেছেন।
‘একটি জাতীয় দল। বিশ্বকাপ অথবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য একটি দলকে পরিচালিত করতে চাই। আমার সেটা পছন্দ। আমি জানি না কে আমাকে চাইবে! ক্লাবের মত জাতীয় দলের জন্যও আমাকে চাইতে হবে।’
গত মৌসুমে ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলার মেয়াদ রয়েছে ২০২৫ সালের জুলাই পর্যন্ত।








