চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে ইয়ং বয়েজের বিপক্ষে গোল উৎসব করে আসরে প্রথম জয় তুলেছে হ্যান্সি ফ্লিকের দল।
অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইয়ং বয়েজের বিপক্ষে ৫-০তে জিতেছে বার্সেলোনা। বার্সার লিড নিতে সময় লাগে মাত্র আট মিনিট। রবার্ট লেভান্ডোভস্কির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধানও বাড়ান তিনি। অন্যদের মধ্যে গোল করেন রাফিনহা ও ইনিগো মার্টিনেজ।
শেষদিকে প্রতিপক্ষের ভুলে পঞ্চম গোলটি পেয়ে যায় বার্সেলোনা। ইয়ং বয়েজের ডিফেন্ডার এমএ কামারা বল রক্ষা করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে ফেলেন। ৮১ মিনিটের সেই গোলের পর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
রাতের আরেক ম্যাচে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ দল আর্সেনাল। অন্যদিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও জিতেছে। স্লোভান ব্রাতিসলাভার বিপক্ষে ৪-০তে জিতেছে পেপ গার্দিওলার দল। গোলবন্যা উপহার দিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। সেল্টিকের বিপক্ষে ডর্টমুন্ডের জয় ৭-১ গোলে।









