চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গ্রেটা থানবার্গকে নির্যাতনের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 05, অক্টোবর 2025
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
সুইডিশ প্রচারক গ্রেটা থানবার্গকে নির্বাসিত করা হয়েছে, গাজার উদ্দেশ্যে একটি ত্রাণ নৌকায় গ্রেপ্তার হওয়ার পর অন্যান্য ফিলিস্তিনি-পন্থী কর্মীদের সাথে যাদের ১০ জুন নির্বাসনের জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল।  ছবি: সংগৃহীত

সুইডিশ প্রচারক গ্রেটা থানবার্গকে নির্বাসিত করা হয়েছে, গাজার উদ্দেশ্যে একটি ত্রাণ নৌকায় গ্রেপ্তার হওয়ার পর অন্যান্য ফিলিস্তিনি-পন্থী কর্মীদের সাথে যাদের ১০ জুন নির্বাসনের জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। ছবি: সংগৃহীত

Advertisements

ইসরায়েলি বাহিনীর হাতে আটক অবস্থায় জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ইস্তাম্বুলে পৌঁছান ইসরায়েল থেকে বহিষ্কৃত ১৩৭ জন আন্তর্জাতিক কর্মী। তাদের মধ্যে ছিলেন ৩৬ জন তুর্কি নাগরিক, পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিশিয়া, লিবিয়া, জর্ডানসহ আরও কয়েকটি দেশের নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি কর্তৃপক্ষ।

তুর্কি সাংবাদিক ও ‘গাজা সুমুদ ফ্লোটিলা’র অংশগ্রহণকারী এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি নিজের চোখে দেখেছেন ইসরায়েলি বাহিনী গ্রেটা থানবার্গকে নির্যাতন করেছে। তার ভাষায়, তাকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসরায়েলের পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়।

মালয়েশীয় কর্মী হাজওয়ানি হেলমি ও মার্কিন অংশগ্রহণকারী উইনফিল্ড বিবার ইস্তাম্বুল বিমানবন্দরে একই ধরনের বর্ণনা দেন। তারা অভিযোগ করেন, থানবার্গকে ধাক্কা দেওয়া হয় এবং ইসরায়েলি পতাকা হাতে নিয়ে তাকে প্রদর্শন করা হয়।

“এটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। তারা আমাদের প্রাণীর মতো ব্যবহার করেছে,” বলেন হেলমি। তিনি আরও জানান, আটক অবস্থায় তাদের খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ থেকে বঞ্চিত করা হয়।

বিবার বলেন, গ্রেটাকে ভয়ানকভাবে আচরণ করা হয়েছিল। তাকে প্রচারণার হাতিয়ার বানানো হয়। তিনি জানান, ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির কক্ষে প্রবেশ করার সময় থানবার্গকে জোর করে এক পাশে ঠেলে দেওয়া হয়।

ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনো আনাদোলু এজেন্সিকে বলেন, মাত্র ২২ বছর বয়সী সাহসী নারী গ্রেটা থানবার্গকে অপমান করা হয়েছে। তাকে ইসরায়েলি পতাকায় জড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে।

তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, তারা আমাদের কুকুরের মতো ব্যবহার করেছে। তিন দিন আমাদের না খাইয়ে রেখেছে, পানি দেয়নি টয়লেটের পানি খেতে বাধ্য হয়েছি। প্রচণ্ড গরমে আমরা সবাই দগ্ধ হচ্ছিলাম। তার ভাষায়, এই অভিজ্ঞতা আমাকে গাজার বাস্তবতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।

তুর্কি কর্মী আইচিন কান্তোগলু বলেন, আমরা দেয়ালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখেছি। আগের বন্দিরা সেখানে তাদের সন্তানদের নাম লিখে রেখেছিল। সেই মুহূর্তে বুঝেছি, ফিলিস্তিনিরা আসলে কী সহ্য করে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, ২৬ জন ইতালীয় নাগরিককে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে, তবে আরও ১৫ জন ইসরায়েলে আটক আছেন।

ফ্লোটিলায় অংশ নেওয়া ইতালীয় সংসদ সদস্য আরতুরো স্কোত্তো বলেন, আইন মেনে চলছিলেন জাহাজের যাত্রীরা; যারা তাদের গাজায় পৌঁছাতে বাধা দিয়েছে, বেআইনি কাজ করেছে তারাই।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন আদালাহ জানায়, আটক ব্যক্তিদের ঘণ্টার পর ঘণ্টা হাত-পা বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়, ওষুধ দেওয়া হয়নি এবং আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগও দেওয়া হয়নি।

তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব আটক ব্যক্তিকেই আইন অনুযায়ী পানি, খাবার ও টয়লেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে; তাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগও ছিল।

গাজাগামী ওই ফ্লোটিলায় প্রায় ৪০টি নৌযান ছিল, যাতে ৪৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। ইসরায়েলি নৌবাহিনী ওই নৌবহরটি আটক করে, যার ফলে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটি।

বিশ্লেষকদের মতে, এই হামলা আবারও প্রমাণ করে ইসরায়েলের অবৈধ অবরোধের নির্মমতা, যা গাজার ২৩ লাখ বাসিন্দাকে বিচ্ছিন্ন করে রেখেছে চলমান যুদ্ধের মধ্যেই।

গত আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করা এই আন্তর্জাতিক ফ্লোটিলা ছিল ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সর্বশেষ প্রচেষ্টা।

ট্যাগ: অভিযোগইসরায়েলগাজা-ইসরায়েল যুদ্ধজলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গনির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই দিনের সফরে ঢাকা আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

চীনা প্রেসিডেন্টের কাছে অং সান সু চির মুক্তির আহ্বান ছেলের

পরবর্তী
মিয়ানমারের নেত্রী অং সান সূ চি

চীনা প্রেসিডেন্টের কাছে অং সান সু চির মুক্তির আহ্বান ছেলের

ছবি: সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস আজ

সর্বশেষ

চ্যানেল আইতে ফুলেল অভ্যর্থনা সাফ ফুটসাল চ্যাম্পিয়নদের

জানুয়ারি 31, 2026

নাইটক্লাবের ঘটনায় ‘সতীর্থদের বাঁচাতে’ মিথ্যা বলেছিলেন ব্রুক

জানুয়ারি 31, 2026

নামাজে থাকা শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

জানুয়ারি 31, 2026

জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা

জানুয়ারি 31, 2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আলোচনায় প্রস্তুত ইরান

জানুয়ারি 31, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version