২০২৪ সালে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আগের বছরের তুলনায় এই নিঃসরণ বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি তাদের বার্ষিক এমিশনস গ্যাপ রিপোর্টে জানায়, এই বৃদ্ধির হার সাম্প্রতিক কয়েক বছরের তুলনায় উচ্চ এবং শূন্য দশকের দ্রুত বৃদ্ধির সময়ের সঙ্গে তুলনীয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক নিঃসরণ বৃদ্ধির মূল কারণ হিসেবে ভারত, চীন, রাশিয়া ও ইন্দোনেশিয়াকে চিহ্নিত করা হয়েছে। এসব দেশে শিল্প উৎপাদন বৃদ্ধি, কয়লাভিত্তিক জ্বালানির ব্যবহার এবং জ্বালানি নিরাপত্তা উদ্বেগের কারণে পুনর্নবীকরণযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কমে যাওয়াকে দায়ী করা হয়েছে।
প্যারিস থেকে প্রকাশিত বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, ইউএনইপির এই তথ্য জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক প্রচেষ্টার ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধারা অব্যাহত থাকলে প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য অর্জন করা কঠিন হবে।
ইউএনইপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান হারে নিঃসরণ বাড়তে থাকলে শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক গড় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে, যা মানবজীবন ও প্রকৃতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।









