দিনব্যাপী নানা আয়োজনে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা ৫৪ তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় কনসুলেট প্রাঙ্গনে উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কনসুলেট প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ কনসুলেট কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীগণ। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মুক্তিযুদ্ধ আজকের বাংলাদেশ ও আগামী বাংলাদেশ গড়তে প্রবাসীদের করণীয় নিয়ে আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে কনসাল জেনারেল আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্যে মহান মুক্তিযুদ্ধসহ স্বাধিকার আন্দোলনে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সর্বোচ্চ রেমিটেন্স প্রেরন করার জন্য সৌদি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ রেমিটেন্স দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন।
এছাড়া তিনি প্রবাসীদের স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য অনুরোধ করেন, কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন ধরনের অবৈধ কাজ হইতে বিরত থাকার আহবান জানান। বাংলাদেশে সরকার গঠনে প্রবাসীদের ভূমিকা সুযোগ এসেছে পোস্টাল ভোটের মাধ্যমে। ভোটদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন, হা – না ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে ভূমিকা পালনের জন্য সৌদি প্রবাসীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধি, বাংলাদেশ হজ মিশন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি সেকশন ও সৌদি আরবে কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা।









