কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ–কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে কানাডায় প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের মধ্যে বাংলাদেশের মহান বিজয় দিবসের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, প্রবাসী বাংলাদেশি কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশনায় মহান বিজয় দিবসের বিশেষ সাংস্কৃতিক আয়োজন এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ–কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ক্যালগেরির বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক অবিস্মরণীয় দিন। এই দিনেই বাঙালি জাতি বীরের জাতি হিসেবে বিশ্বদরবারে আত্মপ্রকাশ করে এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশ সব সময় প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে বিরাজ করে। নতুন প্রজন্মের কাছে মহান বিজয় দিবসের ইতিহাস তুলে ধরা, বাংলাদেশের মানচিত্র ও বাংলা সংস্কৃতির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া প্রবাসী সমাজের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সন্ধ্যায় শুরু হওয়া এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ সেন্টার মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









