যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহের মধ্য দিয়ে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে পালন করা হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস।
দিনটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কনস্যুলেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। অস্থায়ী সৌধে পুস্পার্ঘ অর্পণ করেন কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা।
রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন কনস্যুলেটের পদস্থ কর্মকর্তাবৃন্দ। এসময় দেশের জন্য আত্মদানকারী শহীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রদর্শিত হয় বিজয় দিবসের ওপর নির্মিত তথ্যচিত্র।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। তিনি তার বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে বীর শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার বাংলাদেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সন্ধ্যায় কনস্যুলেট চত্বরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশ নেবেন প্রবাসী শিল্পীরা। সে সময় প্রদান করা হবে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদর মধ্যে পুরস্কার।









