টানা চার জয়ে আসর শুরু করা খুলনা টাইগার্স প্রথম ধাক্কাটা খেয়েছিল সিলেটে। ফরচুন বরিশালের কাছে হেরে যায় পাঁচ উইকেটে। এরপর ঢাকা পেরিয়ে চট্টগ্রাম আসলেও টানা পাঁচ ম্যাচ হেরেছে দলটি। অবশেষে জয়ের দেখা পেয়েছে রূপসা পাড়ের দলটি। টানা হারতে থাকা দুর্দান্ত ঢাকার বিপক্ষে পেয়েছে আসরে নিজেদের পঞ্চম জয়। অন্যদিকে টানা দশম হার দেখল ঢাকা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ঢাকা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১২৮ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে ২৮ বল ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে খুলনা।
জয়ে চট্টগ্রামকে ঠেলে চারে উঠে এল খুলনা। ১০ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট তাদের। অন্যদিকে একম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে পাঁচে চট্টগ্রাম। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে দুইয়ে রংপুর। আর ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে বরিশাল।
এদিনও চট্টগ্রামে ব্যাটিং ব্যর্থতা দেখেছে ঢাকা। সর্বোচ্চ ২৬ রান করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অ্যালেক্স রোস ও ইরফান শুক্কর করেছেন ২৫ রান করে। এছাড়া অ্যাডাম রসিঙ্গটন ১৮ রান ও শেষের দিকে চতুরাঙা ডি সিলভা ১৭ রান করেন।
খুলনার হয়ে মুকিদুল ইসলাম অঙ্কন ও ওয়েন পার্নেল তিনটি করে উইকেট নেন।
রানতাড়ায় নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় খুলনা। অধিনায়ক এনামুল হক বিজয় ফিরে যান গোল্ডেন ডাক মেরে। ১৭ রানে আরেক ওপেনার এভিন লুইসকে দ্বিতীয় শিকার বানান শরীফুল। ৩ বলে ৪ রান করেন লুইস।
পারভেজ হোসেন ইমন ও সাই হোপের ৪৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় খুলনা। ৮.৫ ওভারে ৬৬ রানে ইমন ফিরে যান। চারটি ছক্কা ও দুটি চারে ৩০ বলে ৪০ রান করেন। ১২.৩ ওভারে হোপ ফিরে যান ২৮ বলে ৩২ রান করে।
পরে আফিফ হোসেনের ২১ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে খুলনা। আফিফের ইনিংসে ছিল চারটি ছক্কা ও দুটি চারের মার।
ঢাকার হয়ে শরীফুল ও তাসকিন নেন দুটি করে উইকেট নেন। এছাড়া চতুরাঙ্গা ডি সিলভা নেন একটি।







