কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দারুণভাবে বিপিএলের দশম আসর শুরু করেছে দুর্দান্ত ঢাকা। এরইমধ্যে চলতি আসরের জন্য আরও দুই ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।
নতুন করে চুক্তিবদ্ধ হওয়া দুই ক্রিকেটারের একজন অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটার অ্যালেক্স রোস। ৩১ বর্ষী এই ব্যাটার এখন পর্যন্ত ১১৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ১২৬.৭৪ স্ট্রাইক রেটে করেছেন ২০৯০ রান। ব্রিসবেন হিট, জ্যামাইকা তালাওয়াহস এবং ডাম্বুলা অরার মতো টিমে খেলেছেন তিনি। সম্প্রতি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন এই ব্যাটার।
ঢাকার হয়ে মাঠ মাতাতে শনিবার দুপুরে বাংলাদেশে পৌঁছেছেন রোস। সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঢাকার দ্বিতীয় ম্যাচে দেখা মিলতে পারে তার।
এছাড়া বাংলাদেশের ঘরোয়া লিগের নিয়মিত মুখ আনামুল হককেও দলে টেনেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। ২৩ বর্ষী ডানহাতি এ পেসার এখন পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণী ও ১৪ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। সম্প্রতি ঘরোয়া টুর্নামেন্টে সেন্ট্রাল জোন ও ঢাকা বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।







