সাউথ আফ্রিকার কিংবদন্তি সাবেক গ্রায়েম পোলকের স্ট্রোক হয়েছিল কদিন আগে। স্থানীয় সানিংহিল হাসপাতালে ভর্তি থাকা সাবেক ব্যাটার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বুধবার পোলকের সাবেক সতীর্থ স্পুক হেনলি দেখে আসার পর সংবাদমাধ্যমে তথ্যটি জানিয়েছেন।
৮০ বর্ষী গ্রায়েম পোলককে হাসপাতালে দেখে আসার পর হেনলি জানিয়েছেন, ‘তারা আমাকে গ্রায়েমের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, আমাকে বলেছিল যে সে ভালো হচ্ছে। সে এখনও সাহায্য নিয়ে হাঁটছে, কিন্তু কথা বলছে ভালোভাবে, যা নিবিড় পর্যবেক্ষণে থাকার সময় করেনি।’
‘বৃহস্পতিবার কেভিন ম্যাকেঞ্জি তাকে দেখতে গিয়েছিলেন এবং হিউ পেজ ও অ্যালবি ডুরিংও সাথে ছিলেন। এটা জেনে ভালো লাগছে যে তার সবচেয়ে খারাপ সময় কেটে যাচ্ছে।’
গ্রায়েম পোলক সাউথ আফ্রিকার অন্যতম সেরা অলরাউন্ডার শন পোলকের চাচা। ১০ দিন আগে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। তার আগে সাবেক ব্যাটারের কোলন ক্যান্সার এবং পারকিনসন রোগের খবর আসে।
ওয়ানডে খেলতে না পারা গ্রায়েম পোলকের টেস্ট ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য। ২৩ টেস্ট খেলে ২,২৫৬ রান করেছেন। ৬০.৯৭ গড়ে ৭ সেঞ্চুরি এবং ১১ ফিফটির পাশাপাশি তার উইকেটসংখ্যা ৪টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬২ ম্যাচ খেলে বাঁহাতি ব্যাটার ২০,৯৪০ রান করেছেন। ৬৪ সেঞ্চুরি এবং ৯৯ ফিফটি আছে যার মধ্যে।







