ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে ঘরে ঘরে বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছেন। এখন এগুলোর গুণগতমান বৃদ্ধি করতে কাজ করছে সরকার। এছাড়া সারাদেশে কলড্রপ কমিয়ে এনে সাধারণ জনগণের কাছে একটি বিশ্বমানের টেলিকম সেবা উপহার দিতে কাজ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার (৫ জুলাই) কক্সবাজারে আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্কিং কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন।
এ সময় রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী,পদস্থ সরকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে হাই-টেক পার্ক স্থাপনের চলমান কাজের অগ্রগতি, সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে “জয় সেট সেন্টার’ নির্মাণ কাজের অগ্রগতি, কক্সবাজার ডিসি কলেজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।









