বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোটা আন্দোলনের সাথে বিএনপির নাম জড়ানো সরকারের নতুন চক্রান্ত। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
শনিবার ১৩ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক নতুন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, দেশকে ধ্বংস করে দিয়ে সরকার বর্তমানে পরনির্ভরশীল কাতর নিজের দেশের সিদ্ধান্ত এখন পাশের দেশের এমন ন্যাক্কারজনক ঘটনা দেশের স্বাধীনতার ভাবমূর্তি ক্ষুন্ন করে।
আগামীতে নতুন কমিটি সরকার পতনের আন্দোলনে রাজপথে জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। অনেককে গুম, হত্যা করেছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছেন। এ সরকারের পতন ঘটানো পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন করবে।
বিএনপির অনেক কমিটিতে অর্থ বাণিজ্যর অভিযোগ আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিতে প্রথম আহ্বায়ক কমিটি হয়। তারপরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অর্থ বাণিজ্যের বিষয়টির সম্পূর্ণ ভিত্তিহীন।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্বাস রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।









