বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ভবিষ্যতে সরকার ঢাকায় বসে পরিকল্পনা করবে না, বরং জনগণের সাথে কথা বলে তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
আজ ২১ ডিসেম্বর সকালে কিশোরগঞ্জ থেকে সড়কপথে ইটনা উপজেলায় এসে উপজেলার প্রশাসনিক ভবনে মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন জ্বালানি উপদেষ্টা।
কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক নিয়ে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলোর সমাধান করার কথা জানিয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সড়কটির উন্নয়ন নিয়ে আর বিতর্কের প্রয়োজন নেই, তবে এর ফলে সৃষ্ট যে অসুবিধা হয়েছে, সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে।
তিনি বলেছেন, হাওরের উপজেলা ও কিশোরগঞ্জ জেলার সাথে একদিকে সংযোগ এবং অন্যদিকে সিলেটের সাথে সংযোগ স্থাপন করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। তিনি কিছু সমস্যার উল্লেখ করেছেন, যেমন—বন্যার কারণে নদীতে পলি জমে যাচ্ছে, জমিতে বালি আসছে এবং আগাছা বেড়ে যাচ্ছে।
এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন জ্বালানি উপদেষ্টা। সফর শেষে তিনি বিকেলে রেলপথে ঢাকায় ফিরবেন।









