বাংলাদেশে স্মারক বৃক্ষ, প্রাচীন বৃক্ষ, পবিত্র বৃক্ষসহ বিশেষ ধরনের গাছ ও কুঞ্জবন সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ঐতিহ্য, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ, প্রাচীন বৃক্ষ এবং কুঞ্জবন ঘোষণার আবেদন পাঠাতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ‘স্মারক বৃক্ষ’ হলো যে সকল বৃক্ষের সামাজিক, সাংস্কৃতিক ও প্রথাগত মূল্য রয়েছে এরকম ঐতিহ্যবাহী বৃক্ষ বা পুরাতন বয়স্ক দেশীয় উদ্ভিদ বা শতবর্ষী বৃক্ষ।
আর ‘পবিত্র বৃক্ষ’ বলতে কোনো ধর্ম ও গোত্রের জনগোষ্ঠীর কাছে ধর্মীয় পবিত্র উদ্ভিদ হিসেবে স্বীকৃত কোনো বৃক্ষকে বুঝায়।
অন্যদিকে ‘কুঞ্জবন’ হলো কোনো নির্দিষ্ট এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি ও লতাগুল্মের সমাহার যা জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং স্থানীয় জনগোষ্ঠীর কাছে সাংস্কৃতিক, সামাজিক ও প্রথাগত মূল্যবোধ রয়েছে।
এছাড়াও সরকার সংরক্ষণের স্বার্থে ৫০ বছর বা এর বেশি বয়সী গাছের তালিকা প্রস্তুত করবে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।









