রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩৬ জনের প্রতিটি পরিবারকে এককালীন ২০ লাখ টাকা দেবে সরকার।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় আহতদের ৫ লাখ টাকা দেয়া হবে। যাদের দীর্ঘ চিকিৎসা লাগছে তাদের ব্যয় সরকার বহন করবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এফ-৭ বিজিআই মডেলের বিমানটি বেলা একটার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়।









