১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করছেন চারটি শিক্ষক সংগঠনের মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। পূর্ব ঘোষণা অনুযায়ী দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শিক্ষকদের প্রতিদিন মাত্র ৬ টাকা টিফিন ভাতা দেওয়া হয় অভিযোগ এনে শিক্ষকরা বলেন, এ দাবিদাওয়া শুধুমাত্র বেতন বাড়ানোর না, বরং শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার দাবি।
শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের এসআই ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক বা সমমান ডিগ্রি নিয়েই দশম গ্রেড পাচ্ছেন। অথচ, প্রাথমিকের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রি ছাড়াও সিএনএড, বিপিএড বা বিটিপিটি কোর্স করেও ১৩তম গ্রেডে রয়েছেন। শিক্ষকরা বলছেন, এই দাবিগুলো শুধু বেতনের বিষয় নয়, বরং প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার জন্য প্রয়োজনীয় পেশাগত মর্যাদার বিষয়।
প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদের আহবায়ক মাহবুবর রহমান জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
উল্লেখ্য দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন।









