বিশ্বজুড়ে অর্থনীতির দুরবস্থার প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো কানাডায় ও এর প্রভাব পড়েছে। কানাডায় খাদ্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় হিমশিম খাচ্ছেন নাগরিকরা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা মধ্যবিত্ত এবং নিম্নআয়ের নাগরিকরা।কানাডা প্রবাসী লাখেরও বেশী বাংলাদেশিও এর বাইরে নয়।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি’র ক্ষমতা গ্রহণের পর থেকেই অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক প্রকল্প এবং সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। এর অংশ হিসেবে কানাডার ফেডারেল সরকারের ব্যয় কমানোর পরিকল্পনায় গত দুই মাসে প্রায় ১৮ হাজার সরকারি কর্মচারী চাকরি হারানোর সম্ভাব্য নোটিশ পেয়েছে।
তিনটি প্রধান ফেডারেল ইউনিয়নের তথ্য অনুযায়ী, ৩০টি ফেডারেল বিভাগ ও জাদুঘর এ পর্যন্ত কর্মীদের কাছে ওয়ার্কফোর্স অ্যাডজাস্টমেন্ট নোটিশ ইস্যু করেছে। ইউনিয়নগুলো স্পষ্ট করেছে, নোটিশ পাওয়া মানেই চাকরি নিশ্চিতভাবে চলে যাচ্ছে এমন নয়। এটি সম্ভাব্য ছাঁটাই প্রক্রিয়ার একটি ধাপ মাত্র।
সামগ্রিক চিত্র অনুযায়ি ডিসেম্বর ও জানুয়ারিতে মোট প্রায় ১৮ হাজার কর্মচারীকে নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু গত দুই সপ্তাহেই ১৫ হাজারের ও বেশি কর্মচারীকে নোটিশ পাঠানো হয়েছে। ইউনিয়নভিত্তিক নোটিশ সংখ্যা- পিএসএসি : প্রায় ৭ হাজার ৪ শ জন, পিআই পি এস সি : ৫,৩৬৫ জন ও সি এ পি ই : ৫,১১৬ জন।
কানাডার শক্তিশালী বাজেট ২০২৫ অনুযায়ী আগামী চার বছরে ফেডারেল পাবলিক সার্ভিস থেকে আরও ২৮ হাজার পদ বাতিল এবং মোট ৬০ বিলিয়ন ডলার সাশ্রয় করার পরিকল্পনা রয়েছে।
কানাডার ফেডারেল সরকারের যেসব বিভাগ সবচেয়ে বেশি নোটিশ পেয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। বিভাগটিতে প্রায় ৩,২০০টি নোটিশ দেওয়া হয়েছে এবং সম্ভাব্যভাবে ৮৫০টি পদ ছাঁটাই হতে পারে। নির্বাহী পর্যায়ে প্রায় ১২ শতাংশ পদ কমানোর পরিকল্পনাও রয়েছে।
এর পরেই রয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, যেখানে মোট ২,৩৯৫টি নোটিশ ইস্যু করা হয়েছে। জানুয়ারি ১২ থেকে ৩১ তারিখের মধ্যে এসব নোটিশ দেওয়া হয়।
হেলথ কানাডায় প্রায় ১,৯০০টি নোটিশ দেওয়া হয়েছে। বিভাগটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচি আধুনিকায়ন ও প্রশাসনিক সংহতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শেয়ার্ড সার্ভিসেস কানাডায় নোটিশের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৯০ এবং ট্রান্সপোর্ট কানাডায় দেওয়া হয়েছে ১,২৮১টি নোটিশ।
এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডায় ১,১২৩টি নোটিশ ইস্যু হয়েছে এবং ২০২৮–২৯ সালের মধ্যে লক্ষ্য পূরণে নির্বাহী পর্যায়েও কাটছাঁটের পরিকল্পনা রয়েছে।
ইনোভেশন, সায়েন্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট কানাডায় প্রায় ১,১০০টি নোটিশ দেওয়া হয়েছে এবং তিন বছরে মোট ৬১৪টি পদ ছাঁটাই হওয়ার কথা রয়েছে।
এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডায় প্রায় ১,০০০টি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে আনুমানিক ৮৪০টি পদ বাতিল হতে পারে।
এগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রি-ফুড কানাডায় ১,০৪৩টি নোটিশ ইস্যু হয়েছে এবং এখান থেকে ৬৫৫টি পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবলিক সার্ভিসেস অ্যান্ড প্রোকিউরমেন্ট কানাডায় নোটিশ দেওয়া হয়েছে ৯৭০টি।
অন্যান্য উল্লেখযোগ্য বিভাগগুলোর মধ্যে ন্যাচারাল রিসোর্সেস কানাডায় ৭০০টি, ফিশারিজ অ্যান্ড ওশানসে ৪৮৪টি, পাবলিক সেফটি কানাডায় ৩৯১টি, কানাডিয়ান হেরিটেজে ৩৩০টির বেশি, ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডায় ২৪৮টি, ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সে ২১৫টি, ট্রেজারি বোর্ড সেক্রেটারিয়েটে ২৫৯টি এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসে ১৩৩টি নোটিশ দেওয়া হয়েছে।
জাদুঘর ও বিশেষ সংস্থাগুলোর ক্ষেত্রেও কাটছাঁট চলছে। কানাডিয়ান মিউজিয়াম অব হিস্ট্রি ও কানাডিয়ান ওয়ার মিউজিয়ামে আগামী তিন বছরে মোট ৬৭টি পদ ছাঁটাই করা হবে। ফলে কর্মীর সংখ্যা ৩৭১ জন থেকে কমে ৩০৪ জনে নেমে আসবে।
তবে কানাডিয়ান মিউজিয়াম অব নেচার, এভিয়েশন অ্যান্ড স্পেস মিউজিয়াম, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম–এ কর্মী ছাঁটাই করবে না।
বিশ্লেষকরা মনে করছেন, এ উদ্যোগ সরকারের খরচ কমালেও লোকবলের অভাবে সময়মতো কাজ ব্যাহত হতে পারে।









