প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অভিবাসনের পুরো জগতটাই দালাল পরিবেষ্টিত। আসল খবর কার কাছে বোঝা মুশকিল। সরকার দালাল চক্র থেকে অনেক দূরে। দালাল চক্রে ঢোকার ক্ষমতা সরকারের নেই।
বুধবার ১৭ ডিসেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তন আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস অনুষ্ঠানে এসব বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন অভিবাসন নিয়ে বলেন, ইতিমধ্যে দেশে বহু দালাল ঘুরছে যারা দাবি করে জাপানসহ নানা দেশ পাঠিয়ে দেবে। তারাই কাজ করে দিবে। তবে জাপান সিদ্ধান্ত নিয়েছে ভাষা পরীক্ষা তারা নেবে। কারণ তারা আমাদের কাগজের ওপর ভরসা করে না। এহলো আমাদের অবস্থা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো কেউ বিদেশে যায় না। অনেকেই বংশপরম্পরাতে গিয়ে অনেক দেশের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। তাদের কোনো জালিয়াতির খবর শোনা যায় না। তবে আমরা কেন পারছি না?
তিনি বলেন, দেশের বাইরে যখন যাই গর্বিত হই। ইতালিতে গেলে দেখা যায় এমন কোনো রেস্টুরেন্ট নেই যেখানে বাঙ্গালিরা নেই। রেস্টুরেন্টের মালিকরা কৃতজ্ঞতার সাথে দেখা করতে আসে। এসে বলে তোমাদের লোকগুলো না থাকলে ব্যবসা বন্ধ করতে হতো।
তিনি আরও বলেন, আমাদের স্কিলের অভাব নাই। বাংলাদেশিরা তাৎক্ষণিকভাবে যেকোনো কাজে দক্ষতা সংগ্রহ করতে পারে। ভাষাও আয়ত্ত করে ফেলে বাংলাদেশিরা। আমাদের তরুণরা ‘রেয়ার মিনারেল’। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবে। শুধু আমাদের নিজেদের তৈরি করতে হবে দক্ষতার সাথে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন উপদেষ্টা আসিফ নজরুল। মঞ্চে ছিলেন দু’জন রেমিটেন্স যোদ্ধা। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ ভূইয়া।
সর্বোজচ্চ রেমিটেন্স আহরণকারী শীর্ষ ১০ ব্যাংককে পদক প্রদান করা হয়। এছাড়া তিনটি ক্যাটগরিতে ৮৬ জন প্রবসীকে সিআইপি সম্মাননা দেওয়া হয়।









