সংবিধান ও সার্বভৌমত্ব সুরক্ষায় দেশের বিরুদ্ধে যেকোন অভ্যন্তরীণ এবং বাইরের হুমকি মোকাবেলায় সেনাবাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধ ও সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ২ মার্চ রাজশাহী সেনানিবাসে তৃতীয় বীর পুনর্মিলনীতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ বারবার আমাদের ভোট দিয়েছে বলেই তাদের সেবা করার সুযোগ পেয়েছি। আওয়ামী লীগ সরকার একটি উন্নত ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে চলবে। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।







