সঞ্চয়পত্র কেনার সর্বোচ্চ সীমা উঠিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার। ঢাকায় একটি আলোচনায় অর্থ সচিব ডক্টর খায়েরুজ্জামান মজুমদার বলেন, যেহেতু সঞ্চয়পত্রের সুদহার এখন সরকারের ট্রেজারি বন্ডের কাছাকাছি, কাজেই কোন বাধানিষেধ রাখার দরকার নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সঞ্চয়পত্রের বাজার ৫ থেকে ৬ লাখ কোটি টাকা, এটি শেয়ারবাজারের মত বেচা-কেনার ব্যবস্থা করা দরকার। কিছু কিছু ব্যাংকের স্টাফদের পেনশন তহবিলের টাকাও লুট হয়েছে বলে জানান তিনি।








