মোসাদের সাথে আলোচনার কথা আমাদের কাছে স্বীকার করেছে নূর উল্লেখ করে ড. রেজা কিবরিয়া বলেছেন: সরকার ও গোয়েন্দা সংস্থার উচিৎ নুরকে জিজ্ঞাসাবাদ করা। তার বিষয়টি রহস্যজনক। তাকে গ্রেফতার করা উচিৎ। এছাড়াও তিনি বলেন, নুর সরকারের ইন্ধনে অনেক কিছু করে, তাই তার প্রতি অন্যরকম আচরণ করছে সরকার।
রোববার ২ জুলাই গুলশানের নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নূরকে চিনতে পারিনি বলেও মন্তব্য করেন কিবরিয়া। তিনি বলেন, নূর বিশ্বাসঘাতক। তিনি সারা দেশের যুব সমাজের সাথে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে।
বিদেশ থেকে আসা টাকার হিসাব জানি না উল্লেখ করে তিনি বলেন, সংগঠনের টাকার হিসাব সদস্য সচিব দিচ্ছে না। তিনি মোসাদের সাথে সভা করেছেন, আলোচনা হয়েছে, যা আমাদের কাছে স্বীকার করেন। সেখানে তিনি ব্যাগ নিয়ে গিয়েছিলেন, ব্যাগে কি ছিল তা আমাদের জানা নেই।
নূরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করবেন উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, আমাকে পদ থেকে সরানোর জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যে ভোট দরকার তা হয়নি। যার ফলে মিথ্যা স্বাক্ষর দিয়েছে, এটা তার অপরাধ।
বিএনপি ভাঙ্গার কোন ইচ্ছা বা শক্তি আমার নেই উল্লেখ করে তিনি বলেন, আমি চাই বিএনপি একসাথে থাকুক। এটা ভাঙলে আওয়ামী লীগের লাভ, আমি তাদের লাভ চাই না। বরং নুরই বিএনপিকে ভাঙ্গার পাঁয়তারা চালিয়েছিল।







