আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার প্রস্তাব গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের সাথে যেকোন সময় আলোচনায় বসতে রাজি হয়েছেন।
বৃহস্পতিবার ১৮ জুলাই চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, ৭ আগস্টের মামলার যে তারিখ ছিল তা এগিয়ে এনে রোববার ২১ জুলাই করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশে আইনের শাসন আছে। শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ।
আইনমন্ত্রী এসময় আন্দোলনকারীদের সহিংসতা বন্ধের আহ্বানও জানান।









