শিগগিরই বাণিজ্যিকভাবে কোয়ান্টাম কম্পিউটার আনার ব্যাপারে আশাবাদী গুগল। ক্যালিফোর্নিয়ায় এক আলোচনায় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির সিইও সুন্দার পিচাই বলেছেন, কোয়ান্টাম কম্পিউটারের পাশাপাশি ডিজিটাল সুপার ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন তারা। একই সাথে ভিডিও কলে কথা বলার সময় দুই প্রান্তের ব্য্যবহারকারী যেন অনুভব করেন তারা পাশাপাশি বসে কথা বলছেন; সেজন্য ‘গুগল বিম’ নামে একটি প্রযুক্তি তৈরির কাজ শেষের পথে। রিজভী নেওয়াজের রিপোর্ট।








