Advertisements
ভোলায় মুগ ও ফেলন ডালের ভালো ফলন হয়েছে। ডাল তোলা, শুকানো ও বীজ সংরক্ষণের কাজ করছেন কৃষক। অনুকূল আবহাওয়া ও পোকার আক্রমণ না হওয়ায় ডাল আবাদ করে বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি কৃষককে। কৃষি বিভাগ বলছে, ভালো জাতের বীজ পাওয়া গেলে দেশে ডাল উৎপাদনে ভোলা বড় ভূমিকা রাখতে পারবে।








