Advertisements
আবহাওয়া অনুকলে থাকায় নেত্রকোণায় এ বছর আগাম বেগুনের ভালো ফলন হয়েছে। ভালো ফলন ভালো থাকায় খুশি চাষিরাও। কীটনাশকমুক্ত এই বেগুন স্থানীয় চাহিদা পুরণ করে প্রতিদিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।








