দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণের বাজার।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেওয়া হয়।
- সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ২৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা।
- ২১ ক্যারেটের ভরিতে বেড়েছে ১ হাজার ২০১ টাকা, নতুন দর ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা।
- ১৮ ক্যারেটের ক্ষেত্রে দাম বেড়েছে ১ হাজার ২৬ টাকা, নতুন মূল্য ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা।
- সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে বৃদ্ধি ৮৭৯ টাকা, যার নতুন দাম ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত কয়েকদিনে ২৭ ও ৩১ আগস্ট, ২, ৪ এবং ৮ সেপ্টেম্বরেও সোনার দাম একাধিকবার বাড়ানো হয়েছিল।
সোমবার পর্যন্ত বিক্রি হওয়া দামে ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, যা ছিল ২ হাজার ৭১৮ টাকা বৃদ্ধি। ২১ ক্যারেটের ভরি ছিল ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, বেড়েছিল ২ হাজার ৬০১ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির ছিল ১ লাখ ২৩ হাজার ৬৩ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।
- ২২ ক্যারেট রুপা প্রতি ভরি: ২ হাজার ৮১১ টাকা
- ২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা
- ১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা
- সনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকা









