দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের ঘোষণায় বলা হয়েছে, আজ (২০ অক্টোবর) সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী এখন থেকে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।
রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম সম্প্রতি বৃদ্ধি ঘটেছে। ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ১৩ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়লো ১ হাজার টাকারও বেশি।
আন্তর্জাতিক বাজারে ডলারের অস্থিরতা ও আমদানি খরচ বৃদ্ধির প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও। তবে ক্রেতারা বলছেন, টানা দাম বাড়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণ।









