দেশের বাজারে অবশেষে স্বর্ণের দামে স্বস্তির খবর এলো। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৫০৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।
আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে উল্লেখ করে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
দাম কমার ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩২ ডলারে। এর আগে গত ২৬ ডিসেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছিল।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার এক ভরির দাম ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকায়, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।









